ফেশ্যাবাড়ি: দেশজুড়ে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে জীবাণুমুক্ত করতে সোমবার এগিয়ে আসলেন এলাকার দুই যুবক নুর ইসলাম ও মমিনুর ইসলাম। এদিন তারা কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের দিগলহাটি ময়নাগুড়ি বাজার চত্বরে সাফাই অভিযানের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করেন।
নুর ইসলাম বলেন, চারিদিকে মারণ করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের রেশ কাটাতে ও এলাকা জীবাণুমুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতায় বাজার চত্বরে স্প্রে করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচারাভিযান চালানো হয়।
মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি ইয়াসমিন বলেন, ‘যুবকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসিত।’ সকলকে একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।