নয়াদিল্লি: করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। এর মধ্যে ১০ জন ভারতীয় এবং ২ জন বিদেশী। এদিন সকালে আমেদাবাদের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে ভর্তি ছিলেন। ওই বৃদ্ধ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী থেকে মহারাষ্ট্রে ফিরেছিলেন। এনিয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ।
অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ঠিক মতো লকডাউন কার্যকর করতে পারলে সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাবে। আইসিএমআর সূত্রে খবর, ১৯ হাজার ৮১৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, করোনায় সংক্রমিত হওয়া ৪৭১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবার সন্ধ্যা থেকে লকডাউন চলছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে একজন, বাংলায় একজন এবং অন্যজন হিমাচল প্রদেশে। বেশিরভাগ রাজ্য থেকে সংক্রমণের খবর আসার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। আইন ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।