নয়াদিল্লি: দেশে করোনায় মৃতের সংখ্যা একশো ছাড়াল। বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৬৬৬ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩২ জনের। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রতি চারদিন পরপর আক্রান্তের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণ হচ্ছে। দিল্লির নিজামুদ্দিনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আয়ত্তে আনা সম্ভব হলে আক্রান্তের বৃদ্ধির হার কমানো যেতে পারে বলে মনে করছে কেন্দ্র। গত ২৪ ঘন্টায় ৬৯৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃতের সংখ্যা ১০৯ জন। ২৯১ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গুজরাতে। মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে করোনা সংক্রমণের সামগ্রিক ঘটনার মধ্যে এক হাজারেরও বেশি বা মোট মামলার প্রায় ৩০ শতাংশ গত মাসে দিল্লির নিজামুদ্দিনে ইসলামী সম্প্রদায়ের তাবলিগী জমায়েতের সঙ্গে সম্পর্কিত। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০টি। মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছেন ১০ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশের মোট করোনা ভাইরাসজনিত সংক্রমনের ঘটনা ৪ হাজার ৬৭টি।