নয়াদিল্লি: দেশে কমল দৈনিক করোনা (COVID-19) সংক্রমণ। কমেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৭৭৪ জন। মৃত্যু হয়েছে ৩০৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৮,৪৬৪ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৯৯৬।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬,৯০,৫১০। মৃত্যু হয়েছে ৪,৭৫,৪৩৪ জনের। সুস্থ হয়েছেন ৩,৪১,২২,৭৯৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৯২,২৮১।
আরও পড়ুন : করোনা আক্রান্ত যাত্রীকে ঘিরে ‘ওমিক্রন’ আতঙ্ক কলকাতায়