নয়াদিল্লি: দেশে ফের ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১২৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ৭১ হাজার ৮৩০টি। পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ।
সংক্রামিতের সংখ্যার নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১২ হাজার ১৬০ জন। এছাড়া পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক সহ অন্য রাজ্যগুলিতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক বিধিনিষেধ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial
আরও পড়ুন : করোনায় সংক্রামিত অরবিন্দ কেজরিওয়াল, কেমন আছেন তিনি?