রায়গঞ্জ, ১৬ এপ্রিলঃ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত ব্যক্তির শরীরে মেলেনি কোরোনা পজিটিভ। বৃহস্পতিবার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সেই খবর নিশ্চিত করেছেন। বুধবার ওই রোগী সহ মোট ৬জনের লালারস সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত ব্যক্তিসহ সকলের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ইটাহারের বাসিন্দা ঝুলন সরকার (৬০) গত ১১ এপ্রিল রায়গঞ্জ মেডিকেল কলেজে ভরতি হয়েছিলেন। হাসপাতালে ভরতি থাকাকালীন তাঁর শরীরে করোনা ভাইরাস সম্পর্কিত কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এরপরই তাঁকে ১৪ এপ্রিল আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। যদিও, এই মৃত্যু যে করোনায় নয়, তা দাবি করেছে মেডিকেল কলেজ।
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, ওই ব্যক্তির করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। কোরোনা সংক্রান্ত কোনো ভুল তথ্য প্রচার না করার জন্য, তিনি জেলাবাসীর কাছে আবেদন করেছেন।