কলকাতা : করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল যখন দক্ষিণ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে উপস্থিত, ঠিক তখনই আইসোলেশন ওয়ার্ড থেকে বেরিয়ে গেলেন এক করোনা রোগী। হাসপাতালের মেইন গেট থেকে চিত্কার শোনা যায়, সবাই সরে যান, উনি করোনা পেশেন্ট। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে।
এক হাসপাতাল কর্মী জানান, এদিন দুপুর দেড়টা নাগাদ সবাই যখন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে নিয়ে ব্যস্ত তখন হঠাত্ হাসপাতালের ভিতর থেকে এক ব্যক্তি সাদা স্ট্রাইপ দেওয়া কালো ট্রাক প্যান্ট এবং সাদা-কালো টি-শার্ট পরে বেরিয়ে আসেন। মেন গেট পেরিয়ে ফুটপাথ ধরে টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে হাটতে থাকেন।
স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁর পথ আটকে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছিলেন? প্রশ্নের মুখে নির্বিকার ওই প্রৌঢ়ের উত্তর, একটু হাওয়া খেতে যাচ্ছিলাম। হাসপাতালের আইসোলেশনে ভালো লাগছিল না। দমবন্ধ লাগছে। তাই বেরিয়ে টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে খবর যায় হাসপাতালে। পিপিই পরা বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরই গোটা চত্বর জীবাণুমুক্ত করা হয়।
এসম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ। তবে এক কর্তার দাবি, কেউ পালানোর চেষ্টা করেছে বলে জানা নেই। শুনেছি এক প্রৌঢ়কে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অ্যাম্বুলেন্স থেকে নামার পরই তিনি গেটের বাইরে বেরিয়ে যান। ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।