শিলিগুড়ি: করোনায় আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসে পৌঁছায়।
প্রসঙ্গত, গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। খবর দেওয়া হয় দলের জেলা সম্পাদক জীবেশ সরকার সহ দলীয় কর্মীদের। এরপরই চিকিৎসক ডাঃ শেখর চক্রবর্তীর পরামর্শে অশোকবাবুকে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে তাঁর লালার নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ এসে পৌঁছায়।
বেশ কিছুদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন অশোকবাবু। বিষয়টি নিয়ে পুরনিগমের অন্দরে আলোচনা শুরু হতেই সস্ত্রীক লালার নমুনা পরীক্ষাও করান তিনি। গত ১৪ জুন সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে গতকাল ফের অশোকবাবু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসে পৌঁছায়।