শিবশংকর সূত্রধর, কোচবিহার: করোনার উপসর্গ নিয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা দুই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তাদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘চিকিৎসাধীন দু’জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।’
শনিবার রাতে কোচবিহারের দুই বাসিন্দা জ্বর নিয়ে মেডিকেলের আইসোলেশনে ভর্তি হন। জানা গিয়েছে, সম্প্রতি তারা ভিন রাজ্যে গিয়েছিলেন। রবিবার করোনার পরীক্ষার জন্য তাদের লালারসের নমুনা শিলিগুড়িতে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় তাদের নেগেটিভ রিপোর্ট কোচবিহারে এসে পৌঁছোতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।
এই নিয়ে কোচবিহার জেলায় পাঁচজনের করোনার পরীক্ষা করা হল। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত কোচবিহার জেলায় করোনার কোন উপস্থিতি দেখা যায়নি। এদিকে, সোমবার গোটা জেলায় নতুন করে ১৪২ জনকে হোম কোয়ারান্টিনে রাখা হল। বর্তমানে ১২হাজার ১৬৮ জন হোম কোয়ারান্টিনে রয়েছেন। ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে এদিন ১৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে জেলায় ৬৪ জন সেখানে রয়েছে। নেতাজি সুভাষ ইনডোর স্টেডিয়ামে ২৯, দিনহাটা মহকুমা হাসপাতালে ৭, তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ২৩ এবং মেখলিগঞ্জের আমন্ত্রণ ভবনে ৫ জন রয়েছেন। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের অসম-বাংলা সীমান্তে সোমবার ১৬৬ জনের স্ক্রিনিং করা হয়। এখন পর্যন্ত জেলার সীমান্ত এলাকায় ৭ হাজার ৬৫২ জনের স্ক্রিনিং করা হয়েছে।
করোনা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। দেশজুড়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে কোচবিহার জেলারও পাঁচজনের করোনার পরীক্ষা করা হয়েছে। সকলেরই রিপোর্ট যেহেতু নেগেটিভ এসেছে, তাই খানিকটা হলেও স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর। কোচবিহার মেডিকেলের এমএসভিপি ডা: রাজীব প্রসাদ জানিয়েছেন, ‘চিকিৎসাধীনদের উপর নজর রাখা হচ্ছে। তাদের চিকিৎসা চলছে।’