কোচবিহার: জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শনিবার কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যাওয়া যুবকের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তার শরীরে করোনার জীবাণু মেলেনি। জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, শনিবার ওই যুবকের লালারসের নমুনা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল। তার রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত স্বস্তিতে জেলা প্রশাসন। এখন পর্যন্ত কোচবিহার জেলায় সাতজনের করোনার পরীক্ষা করা হয়েছে। সকলকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
জানা গিয়েছে, তুফানগঞ্জ মহকুমার ধলপল এলাকার ওই যুবক জ্বর নিয়ে শনিবার ভোরে কোচবিহার মেডিকেলে ভর্তি হন। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে সেখানেই মারা যান তিনি। করোনার উপসর্গ থাকায় তার দেহ পৃথক করে রাখা হয় হাসপাতালেই। রবিবার তার নেগেটিভ রিপোর্ট আসায় দেহটি পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, কোচবিহারের করোনা হাসপাতালে দিনহাটার চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের করোনার লক্ষণ না থাকলেও তারা সম্প্রতি বাংলাদেশের এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সেই খবর পাওয়ার পর তাদের আইসোলেশন রাখা হয়েছে। তাদেরও লালারসের নমুনা শিলিগুড়িতে পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর।