কালচিনি: আলিপুরদুয়ার শহর সহ ফালাকাটা, মাদারিহাট-বীরপাড়া ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যে সপ্তাহে দু’দিন করে ব্যবসা বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার কালচিনি ব্লক প্রশাসনের তরফেও এলাকাভিত্তিক সপ্তাহে একদিন করে ব্যবসা বন্ধের নির্দেশিকা জারি হল। বিডিও প্রশান্ত বর্মন জানান, এদিন কালচিনি ও জয়গাঁ থানা সহ হাসিমারা ফাঁড়ির পুলিশের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, রাজাভাতখাওয়া, নিমতি দোমোহনি সহ কালচিনি থানা এলাকায় ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে জয়গাঁয় প্রতি মঙ্গলবার, জয়গাঁ থানার অধীন দলসিংপাড়ায় প্রতি বৃহস্পতিবার, হাসিমারা পুলিশ ফাঁড়ির অধীন পুরোনো হাসিমারা, নিউ হাসিমারা, গুরুদুয়ারা এমইএস চৌপথি এলাকায় প্রতি বুধবার করে দোকান, বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, জয়গাঁ ও সংলগ্ন এলাকায় সপ্তাহের বাকি দিনগুলিতে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, দলসিংপাড়া এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, হাসিমারার বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ সহ কালচিনি থানার বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
ব্লকের হাট বন্ধের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও। তিনি জানান, করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন এলাকার ব্যবসায়ী সংগঠন ও পুলিশের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকে ব্লকের বিভিন্ন এলাকায় মাইকে প্রচার শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে কালচিনি ব্লকে প্রায় ১০ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। যে এলাকায় সংক্রমণ ধরা পড়েছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। এছাড়াও মাস্ক না পরার জন্য এবং মহামারি আইন ভঙ্গ করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। হাসিমারা পুলিশ ফাঁড়ির ওসি শিবাজি সিং জানান, মাস্কহীনদের ধরতে অভিযান চলবে।