শিবশঙ্কর সূত্রধর, কোচবিহার: মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হলে গ্রেপ্তার করা হতে পারে। পাশাপাশি রুজু করা হবে মামলা। এরকমই হুঁশিয়ারি দিয়ে সোমবার দিনভর কোচবিহারের বিভিন্ন রাস্তায় মাইকিং করল কোতোয়ালি থানার পুলিশ। থানার আইসি সৌম্যজিৎ রায় জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া আইনত দণ্ডনীয়। তাই কেউ আইন না মানলে গ্রেপ্তার করে মামলা রুজু করা হবে। সেই বিষয়ে মানুষকে সচেতন করতে এদিন মাইকিং করা হয়।
আরও খবর: লকডাউন উপেক্ষা করেই ব্যাংকের সামনে লম্বা লাইন, পদক্ষেপ করল পুলিশ
করোনা ভাইরাসের থাবায় স্তব্ধ গোটা বিশ্ব। দেশজুড়ে চলছে লকডাউন। ইতিমধ্যেই এই রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। লকডাউনকে সফল করতে পুলিশ-প্রশাসনের তরফে নজরদারি চললেও বহু জায়গায় সে বিষয়কে কার্যত পাত্তা না দিয়েই বাজার-হাট, রাস্তা এমনকি পাড়ার মোড়ে অকারণেই বহু মানুষকে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে কখনও কখনও লাঠিচার্জ করছে পুলিশ। দেখা যাচ্ছে বহু মানুষ মাস্ক ব্যবহার না করেই ভিড়ে চলাফেরা করছেন। ফলে বিপদের ঝুঁকি বাড়ছে।
এই পরিস্থিতিতে সম্প্রতি সরকারের তরফে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশের তরফে সেই বিষয়টি নিয়েই সাধারণ মানুষকে সচেতন করতে এদিন মাইকিং করা হয়। মাইকিংয়ের মধ্য দিয়ে করোনা সম্পর্কিত বিভিন্ন বিধিনিষেধ মেনে চলা, অকারণে বাড়ির বাইরে বের না হওয়া, বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়েছে।