রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: করোনার উপসর্গ নিয়ে উ্ত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (সারি) হাসপাতাল হিসেবে নেওয়া শিলিগুড়ির ডিসান হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যু হল। ৬৫ বছর বয়সী ওই মহিলা শিলিগুড়ি শহরের বাসিন্দা। জানা গিয়েছে, গতকালই তার লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। আজ তাঁর মৃত্যু হয়। তবে পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। ফলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, হাসপাতালে ওই মহিলার ঠিকমতো চিকিৎসা করা হয়নি। এই নিয়ে এদিন হাসাপাতালে বিক্ষোভও দেখান পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে মাটিগাড়া থানার পুলিশ।
অন্যদিকে, করোনা মোকাবিলায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় সরকারের পাঁচ প্রতিনিধি দল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। এদিন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে তাদের সঙ্গে বৈঠক করছেন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রলয় আচার্য, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডঃ তুলসী প্রামাণিক। এছাড়াও রয়েছেন শিলিগুড়ির ডেপুটি মেজিস্ট্র্যাট শচীন ভগৎ, মাটিগাড়ার বিডিও রুনু রায় প্রমুখ। আজ তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেডিকেল সংলগ্ন শান্তিনিকেতন আবাসন, ফাঁসিদেওয়া কোয়ারান্টিন সেন্টারগুলি পরিদর্শনের কথা রয়েছে।
আরও পড়ুন: উত্তরের করোনা পরিস্থিতি দেখতে শিলিগুড়ি শহর দাপাচ্ছে কেন্দ্রীয় টিম
প্রসঙ্গত, গত সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাগডোগরা বিমানবন্দরে করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে এসে পৌঁছেছেন। গতকাল এই নিয়ে জলপাইগুড়ির বিভিগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য জানান, ‘কোথায় কোথায় কোয়ারান্টিন সেন্টার করা হয়েছে, আইসোলেশনে কয়টি শয্যা করা হয়েছে, কোন কোন এলাকা সিল করা হয়েছে এই সমস্ত বিষয়ে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বাজারের অবস্থা তথা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’ এদিন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাদের।