নয়াদিল্লি: দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭৭ লক্ষ। যদিও স্বস্তির খবর, এরমধ্যে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,৮৩৯। একদিনে মৃত্যু হয়েছে ৭০২ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৯,৪১৫ জন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,০৬,৯৪৬। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬৮,৭৪,৫১৮ জন। মৃতের সংখ্যা ১,১৬,৬১৬। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,১৫,৮১২। ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস কমেছে ২৪,২৭৮।
পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১৭,৬৫৮। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৪,১৫,৬৭৯ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬৩৩। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৫৯,৩৪৬।
With 55,838 new #COVID19 infections, India's total cases surge to 77,06,946. With 702 new deaths, toll mounts to 1,16,616.
Total active cases are 7,15,812 after a decrease of 24,278 in last 24 hrs
Total cured cases are 68,74,518 with 79,415 new discharges in last 24 hrs pic.twitter.com/YhP4JzMTar
— ANI (@ANI) October 22, 2020
মহারাষ্ট্রের পরই রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৩,২৯৯। যার মধ্যে সুস্থ হয়েছেন ৭,৫৪,৪১৫ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৫০৮। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩২,৩৭৬।
এরপর রয়েছে কর্ণাটক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮২,৭৭৩। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬,৭১,৬১৮ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৬৯৬। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,০০,৪৫৯।
তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৯৭,১১৬। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬,৫০,৮৫৬ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭৮০। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫,৪৮০।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৩,১২৬। যার মধ্যে সুস্থ হয়েছেন ২,৯১,৩০৩ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,২৪৪। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫,৫৭৯।