নয়াদিল্লি: ফের লাগামছাড়া হচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,২৫৮। মৃত্যু হয়েছে ২৯১ জনের। সুস্থ হয়েছেন ৩০,৩৮৬ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৫৮১।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,১৯,৭১,৬২৪ জন। মৃত্যু হয়েছে ১,৬১,৫৫২ জনের। সুস্থ হয়েছেন ১,১৩,২৩,৭৬২ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৪,৮৬,৩১০। দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৭৩,৪৬১ জন। মৃত্যু হয়েছে ৫৪,০৭৩ জনের। সুস্থ হয়েছেন ২৩,১৪,৫৭৯ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৩,০৪,৮০৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৩,৮৩৯। মৃত্যু হয়েছে ১০,৩২২ জনের। সুস্থ হয়েছেন ৫,৬৮,৯০৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬০৮।