নয়াদিল্লি: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,১৫৮। একদিনে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৬,৯৭৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৯৯৪।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৫,৪২,৮৪১। মৃত্যু হয়েছে ১,৫২,০৯৩ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১,০১,৭৯,৭১৫ জন। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,১১,০৩৩।
India reports 15,158 new #COVID19 cases, 16,977 discharges and 175 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,05,42,841
Active cases: 2,11,033
Total discharges: 1,01,79715
Death toll: 1,52,093 pic.twitter.com/J7Z5QsC6dH— ANI (@ANI) January 16, 2021
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৮৪,৭৬৮। মৃত্যু হয়েছে ৫০,৩৩৬ জনের। সুস্থ হয়েছেন ১৮,৮১,০৮৮ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৩,৩৪৪। মহারাষ্ট্রের পরই রয়েছে কর্ণাটক। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৩০,৬৬৮। মৃত্যু হয়েছে ১২,১৫৮ জনের। সুস্থ হয়েছেন ৯,০৯,৭০১ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮,৮০৯। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৮৫,৭১০। মৃত্যু হয়েছে ৭,১৩৯ জনের। সুস্থ হয়েছেন ৮,৭৬,৩৭২ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,১৯৯। এরপর রয়েছে কেরল। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৬,৮৮৩। মৃত্যু হয়েছে ৩,৪১৫ জনের। সুস্থ হয়েছেন ৭,৬৫,৭৫৭ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৭,৭১১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৪,০৯৮। মৃত্যু হয়েছে ১০,০২৬ জনের। সুস্থ হয়েছেন ৫,৪৬,৮৪৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭,২২৩।