নয়াদিল্লি: ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৩২৭। মৃত্যু হয়েছে ১০৮ জনের। সুস্থ হয়েছেন ১৪,২৩৪ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৮৫।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,১১,৯২,০৮৮ জন। মৃত্যু হয়েছে ১,৫৭,৬৫৬ জনের। সুস্থ হয়েছেন ১,০৮,৫৪,১২৮ জন। অ্যাকটিভ কেস রয়েছে ১,৮০,৩০৪।
India reports 18,327 new #COVID19 cases, 14,234 discharges and 108 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,11,92,088
Total discharges: 1,08,54,128
Death toll: 1,57,656
Active cases: 1,80,304Total vaccination: 1,94,97,704 pic.twitter.com/9X3a7jwxth
— ANI (@ANI) March 6, 2021
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৯৮,৩৯৯ জন। মৃত্যু হয়েছে ৫২,৩৯৩ জনের। সুস্থ হয়েছেন ২০,৫৫,৯৫১ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৯০,০৫৫। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭২,৪৩৬। মৃত্যু হয়েছে ৪,২৭১ জনের। সুস্থ হয়েছেন ১০,২৪,৩০৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৩,৮৫৬। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫৩,৮১৩। মৃত্যু হয়েছে ১২,৩৫৪ জনের। সুস্থ হয়েছেন ৯,৩৫,০৬৬ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৩৯৩। অন্ধ্র প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯০,৪৪১। মৃত্যু হয়েছে ৭,১৭২ জনের। সুস্থ হয়েছেন ৮,৮২,৩৬৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৯০০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৬,১৭৬। মৃত্যু হয়েছে ১০,২৭৫ জনের। সুস্থ হয়েছেন ৫,৬২,৬৭৫ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,২২৬।