নয়াদিল্লি: করোনায় ফের মৃত্যু হল আরও একজনের। রাজস্থানের ওই বৃদ্ধের বয়স হয়েছিল ৭৩ বছর। এই নিয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত তা ৬০০ ছাড়িয়েছে। তার সঙ্গে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যাও।
বৃহস্পতিবার এই নিয়ে করোনায় ৪জনের মৃত্যু হল। এর আগে ভূস্বর্গ কাশ্মীরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নবি মুম্বইয়েও এক মহিলার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত্যুর পর তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। করোনা সংক্রমণ সন্দেহে কর্ণাটকে আত্মহত্যা করেন এক যুবক। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে সেখানে মৃত্যু হয় একজনের।
করোনা ত্রাসে ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। করোনা যুদ্ধে অবিরত লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা। করোনাকে পরাজিত করতে একমাত্র উপায় লকডাউন। তাই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে দেশ। বিশ্বের প্রায় এক তৃতীয়াংশই মানুষই ঘরবন্দি।
দেশের পাশাপাশি আতঙ্কিত বিশ্ব। বিশ্বে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১হাজার ছাড়িয়েছে। চিনের পরেই করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত ইতালি। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৫০৩। আক্রান্ত ৭৪ হাজারের বেশি। ইতালির পরই রয়েছে স্পেন। সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে চিনকেও। জার্মানিতে আক্রান্তের সংখ্যাও ৩৭ হাজার ছাড়িয়েছে। ইরানেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। করোনার কোপে রাশিয়ায় পিছিয়ে গিয়েছে ভোট। করোনার আঁচে বাদ পড়েনি পাকিস্তানও। সেখানে সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০।