নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন অষ্টম দিনে পড়েছে। এর মাঝেই হু হু করে বেড়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যাও। বুধবার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। তাঁর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৩ জন। মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। করোনা পজিটিভ কেস সবথেকে বেশি মহারাষ্ট্রেই। মৃতের সংখ্যাও সেখানে সবথেকে বেশি। আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে কেরল। আক্রান্তের পাশাপাশি দেশে মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। করোনাকে আটকাতে একমাত্র রাস্তা হিসেবে দেশজুড়ে লকডাউন চলছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আক্রান্ত বেড়ে ৩৫। এদিনও রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে বেলঘরিয়ার এক বাসিন্দার মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই ব্যক্তি ভিন রাজ্যে থাকা এক আত্মীয়ের সঙ্গে দেখা করেছিলেন। ওই আত্মীয়ের শরীর থেকে মারণ ভাইরাসের সংক্রমণ তাঁর শরীরে প্রবেশ করছে বলে মনে করা হচ্ছে। ওই প্রৌঢ় কিডনির সমস্যা নিয়ে নার্সিংহোমে গিয়েছিলেন। সেই সময় তাঁর শরীরে নিউমোনিয়ার লক্ষণ দেখতে পেয়ে চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁকে আইসিউতে ভর্তি করা হয়। বাংলায় প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে ২৩ মার্চ।
দেশের পাশাপাশি মারণ ভাইরাস হানা দিয়েছে বিশ্বে। করোনা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে সাত লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে ছত্রিশ হাজারেরও বেশি মানুষের।