কলকাতা: রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। শনিবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ২৮১ জনের সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার সেই সংখ্যা ছিল ৩১৯। কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ১৩। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৫৭ জন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। পজিটিভিটি রেট ০.৭৯ শতাংশ। সংক্রমণ কমলেও সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?