কোচবিহার: দীর্ঘ অপেক্ষার অবসান। শেষ পর্যন্ত কোচবিহার জেলায় এসে পৌঁছোল করোনার প্রতিষেধক। বৃহস্পতিবার দুপুরে ডেপুটি সিএমওএইচ-৩’র দপ্তরে থাকা ডিসট্রিক্ট ভ্যাকসিন স্টোরে পুনের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা ভ্যাকসিন এসে পৌঁছোয়। ভ্যাকসিনের জেলা নোডাল অফিসার দিলীপ কান্তি দে জানান, জেলায় ১৮ হাজার ৫০০ ভ্যাকসিন এসে পৌঁছেছে।
- Advertisement -
সেগুলি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে পুলিশ মোতায়েন থাকবে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে বিভিন্ন কেন্দ্র গুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। শনিবার থেকে টিকা দেওয়া হবে। প্রথম অবস্থায় স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। এ রকম প্রায় ১৬ হাজার নামের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।