শিলিগুড়ি, ১৭ মার্চঃ করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করা হল শিলিগুড়ির ইসকন মন্দিরে। মঙ্গলবার দর্শনার্থীদের প্রবেশে বেশকিছু নিয়ম জারি করল মন্দির কর্তৃপক্ষ। এদিন ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, বিদেশি দর্শনার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত মন্দিরে প্রবেশ বন্ধ করা হয়েছে। পাশাপাশি সমস্ত ভক্ত এবং দর্শনার্থীরা যাদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট, জ্বর প্রভৃতি রোগের লক্ষণ রয়েছে তাঁদেরকে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। দর্শনার্থীদের হ্যান্ডওয়াশ কম্পালসারি করা হয়েছে। হাত-পা ভালোমতো ধুয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। অযথা মন্দির চত্বরে যেন ভিড় না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more