নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের। আক্রান্তের সংখ্যা রয়েছে ২ হাজার ৮৮ টি। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে মোট করোনা সংক্রমণের সংখ্যা এখন হয়েছে ২ হাজার ৩৩১ টি। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। এখনও পর্যন্ত মোট ১৫৭ জন মানুষ চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। মোট ৩৩৫ জন করোনায় আক্রান্ত। এরপর তামিলনাড়ু ৩০৯ জন, কেরালা ২৮৬ জন, দিল্লি ২১৯ জন, রাজস্থান ১৩৩ জন, অন্ধ্রপ্রদেশ ১৩২ জন, উত্তরপ্রদেশ ১১৩ জন, কর্ণাটক ১২৪ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৫৩ জন করোনা আক্রান্ত রয়েছেন। সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্যগুলি উঠে এসেছে। তিনজন মারা গিয়েছেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১৬ জন মারা গিয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়েছে এবং ৫৩ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।