কলকাতাঃ করোনা ভাইরাসে আক্রান্ত কলকাতার বিআর সিং হাসপাতালের এক চিকিৎসক। জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন ওই চিকিৎসক। তিনি হাসপাতালের আবাসনে থাকেন। মঙ্গলবার ওই চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে চিকিৎসা শুরু হয়েছে।
বুধবার ওই হাসপাতাল ও চিকিৎসক আবাসনে জীবাণুমুক্ত করার কাজ শুরু গিয়েছে। পাশাপাশি, ওই হাসপাতালের জরুরি বিভাগটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে গত কয়েকদিন ধরে কারা কারা ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছেন, তার খোঁজ শুরু হয়েছে।
এদিকে, কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার সেখানকার আরও এক চিকিৎসক ও চার নার্স নতুন করে আক্রান্ত বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগের এক জুনিয়র চিকিৎসক জরুরি বিভাগে ডিউটি চলাকালীন আক্রান্ত হন। আক্রান্ত চার নার্স স্ত্রীরোগ বিভাগেই কর্তব্যরত ছিলেন। নতুন করে কোয়ারান্টিন তালিকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত ৫০ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে।
আরজিকর হাসপাতালে কার্ডিয়োলজি বিভাগে এক আক্রান্তের সংস্পর্শে এসে করোনার শিকার হন এক পিডিটি। এরপর ন’জন চিকিৎসককে কোয়রান্টিনে পাঠানো হয়। ওই হাসপাতালে আরও আট জনের করোনা পজিটিভ এসেছে। ব্যারাকপুর বি এন বসু হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত। হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য জানান, ১০ জন চিকিৎসক সহ ৭০ জনকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে।