কোচবিহার: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা দেশব্যাপী লকডাউন চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে অনুদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। তাঁর আবেদনে সাড়া দিয়ে কোচবিহার সদর-৪ (দেওয়ানহাট) নম্বর চক্রের ১৫৩ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা এগিয়ে এলেন।
সোমবার কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) লক্ষ্মী ভব্যা তান্নেরুর হাতে ৮০ হাজার ৩০০ টাকার চেক তুলে দেন তাঁরা। শিক্ষকদের তরফে বিশ্বজিৎ দত্ত বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সকলে সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলাম। ভবিষ্যতেও সরকার ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব।’
আরও খবর: করোনার হাল-হকিকত জানতে বৈঠক পর্যটনমন্ত্রীর
প্রাথমিক শিক্ষকদের স্বতঃস্ফূর্ত এই উদ্যোগকে জেলা প্রশাসন সাধুবাদ জানিয়েছে। কনফেডের আধিকারিক পার্থপ্রতিম রায় বলেন, ‘এই মুহূর্তে সকলকে করোনা মোকাবেলায় এগিয়ে আসা উচিৎ। শিক্ষক-শিক্ষিকারা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রসঙ্গত, লকডাউনের পর থেকেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য পাঠাচ্ছেন কোচবিহারের বাসিন্দারা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ নিশীথ প্রামাণিক সহ অন্যান্য জনপ্রতিনিধি, ক্লাব, সংগঠন ও শিক্ষক-শিক্ষিকারা এগিয়ে এসেছেন এই কাজে।
শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, করোনা রুখতে প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্য বেশকিছুদিন ধরেই তারা ত্রাণ তহবিলে টাকা পাঠানোর চিন্তাভাবনা করছেন। ওই চক্রের শিক্ষক-শিক্ষিকাদের কয়েকজন এদিন জেলাশাসকের দপ্তরে যান। সেখান থেকেই চেক মারফত টাকাটি পাঠানো হয়েছে। অন্যরাও এই ধরণের কর্মসূচিতে এগিয়ে আসুক এমনটাই আবেদন জানিয়েছেন তারা।