নয়াদিল্লি: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার অবধি যে সংখ্যাটা ২২৩-এ ছিল আজ তা গিয়ে পৌঁছাল ২৭৫-এ। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। রাজ্যে করোনায় আক্রান্ত তিনজন।
গতকাল পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডিগড়, রাজস্থান, তেলেঙ্গানা, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রদেশও।
আগামীকাল ‘জনতা কার্ফিউ’-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বৃহস্পতিবার রাতে এই কথা তিনি জানিয়েছে৷ প্রধানমন্ত্রী বলেছেন, যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, তা উদ্বেগজনক৷ দেশ একটি সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভয়ংকর পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত দেশবাসীকে এই ‘জনতা কার্ফিউ’ পালনের অনুরোধ জানিয়েছেন তিনি।
করোনার ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনার হাত থেকে বাঁচতে সারা বিশ্বে বিজ্ঞানীদের ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে। দেশেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত হয়ে গিয়েছে পরীক্ষাও। যে কোনওরকম ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঝুকি। স্টেজ-থ্রিতে পৌঁছাতে পারে করোনা। সেসব দিক মাথায় রেখেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।