নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনকে পুরোপুরি কার্যকরী করতে এবার রাস্তায় নামল পুলিশ। সোমবার সকাল থেকেই কলকাতা সহ শহরতলিতে শুরু হলো ব্যাপক পুলিশি টহল। এমনকি বেশকিছু রাস্তাও সিল করে দেওয়া হয়েছে। লকডাউন না মানায় হাওড়া সালকিয়ায় পুলিশকে দেখা গেল লাঠি উঁচিয়ে সাধারণ মানুষকে দৌড় করাতে।
এছাড়া কলকাতার চিৎপুর, বালিগঞ্জ সহ অন্যান্য এলাকাতেও চলছে ব্যাপক পুলিশি টহলদারি। হাওড়াকে যেহেতু রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই কারণে সোমবার সকাল থেকেই সেখানে দেখা গিয়েছে ব্যাপক পুলিশি তৎপরতা। দেখা যায় কদমতলা বাজারকে জীবাণুমুক্ত করার পাশাপাশি মাত্র পাঁচজন করে ঢুকতে দেয়া হচ্ছে বাজারে। তার আগে অবশ্য তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আজকে জীবাণুমুক্ত করিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে উত্তর হাওড়াকে পুরোপুরি ভাবে করে দেওয়া হয়েছে সিল। লকডাউন না মানায় হাওড়ার কাজীপাড়ায় নামানো হয়েছে পুলিশ। সেখানকার জি টি রোডকে পুরোপুরি সিল করে দিয়েছে পুলিশ৷
অপরদিকে লকডাউন না মানার জন্য জন্য এক মহিলা গ্রিন পুলিশ প্রতিবাদ করায় তাকে হেনস্থা করা হয়। পরে বিশাল পুলিশবাহিনী এসে সমগ্র এলাকাটিকে ফাঁকা করে দেয়৷ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে চালানো হচ্ছে ব্যাপক পুলিশি টহলদারী৷ পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। কলকাতার টালিগঞ্জ, চিৎপুর এলাকায় দেখা যায় অলিতে-গলিতে পুলিশ ও কমব্যাট ফোর্সকে টহলদারি করতে।
সমস্ত অলিগলিতে পুলিশকে ঢুকে সাধারণ মানুষকে রাস্তায় বেরনো থেকে নিরস্ত করতে দেখা যায়৷ সেই সঙ্গে প্রায় প্রত্যেকটি গলির মোড়ে পুলিশের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সিল। প্রতিটি দোকান ও বাড়ির গেটের সামনে চালানো হচ্ছে ব্যাপকহারে তল্লাশি৷ এছাড়া উত্তর ২৪ পরগনা বারাসাত লকডাউন না মেনে রাস্তায় নামার জন্য পুলিশ এদিন সকাল থেকে ২৬০ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গিয়েছে৷