ওয়াশিংটনঃ করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বেশ কয়েকটি দেশে থাবা বসিয়েছে এই ভাইরাস। এই মারণ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে যুদ্ধজাহাজেও। এতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধের প্রস্তুতির ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস। এর জেরে চিনের ওপর নজরদারির ক্ষেত্রে সমস্যা হবে বলে দাবি মার্কিন সেনার।
যুদ্ধজাহাজ রুজভেল্টের ১১ জন সক্রিয় নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এরপরই প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস বলেন, ‘আগামী দিনগুলিতে নৌবাহিনীর যুদ্ধের প্রস্তুতির ব্যাঘাত ঘটবে।’ তিনি জানান, রুজভেল্টে নাবিকদের জন্য ঠাসাঠাসি করে শোওয়ার ব্যবস্থা রয়েছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
- Advertisement -