ওয়েব ডেস্ক, ২২ মার্চ : করোনাভাইরাস পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবরেটরিতে ৪৫০০ টাকার বেশি ফি নেওয়া যাবে না। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ থেকে প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে, যেসব বেসরকারি ল্যাবরেটরির পিসিআর এসএ ফর আরএনএ পরীক্ষার জন্য এনএবিএল স্বীকৃতি আছে তারাই করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারবে। করোনা মোকাবিলায় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা ঠিক করেছে, করোনাভাইরাস পরীক্ষার স্ক্রিনিং টেস্ট-এর জন্য ১৫০০ টাকা এবং চূড়ান্ত পরীক্ষার জন্য ৩০০০ টাকার বেশি কোনওভাবেই নেওয়া যাবে না। তবে, এই জরুরি পরিস্থিতিতে ল্যাবগুলি চাইলে এর থেকে কম খরচে পরীক্ষা করতে পারে।
ছবি- করোনা মোকাবিলায় জনতা কার্ফিউ। লাটাগুড়িতে তোলা শুভদীপ শর্মার ছবি।