রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: জল্পনা কাটিয়ে অবশেষে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করছে কেন্দ্রীয় দল।
করোনা মোকাবিলায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় সরকারের পাঁচ প্রতিনিধি দল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। বুধবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন তারা।
এদিন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে এই বিষয়ে জলপাইগুড়ির বিভিগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করা হয়।
বৈঠক শেষ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য জানান, ‘কোথায় কোথায় কোয়ারান্টিন সেন্টার করা হয়েছে, আইসোলেশনে কয়টি শয্যা করা হয়েছে, কোন কোন এলাকা সিল করা হয়েছে এই সমস্ত বিষয়ে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বাজারের অবস্থা তথা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’
আরও পড়ুন: সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই
তিনি আরও বলেন, ‘লকডাউন নিয়ে প্রশাসনের কাছে কী রিপোর্ট রয়েছে তা ডিভিশনাল কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে। সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। ডিভিশনাল কমিশনার সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ের রিপোর্ট নেওয়ার জন্য সেখানকার জেলাশাসক, পুলিশ সুপারের পাশাপাশি শিলিগুড়ির পরিস্থিতি জানতে শিলিগুড়ি পুলিশ কমিশনারকেও ডাকা হয়েছে। তাদের কাছ থেকেও সমস্ত রিপোর্ট নেওয়া হবে।’ আগামীকাল তারা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাগডোগরা বিমানবন্দরে করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে পৌঁছেছেন। গতকাল পরিদর্শনের কথা থাকলেও বের হননি তারা। এদিন সমস্ত বিষয় নিয়ে বৈঠক করা হয়।