বর্ধমান: শুধু এসএসসি নয়, এ রাজ্যে সব চাকরির পরীক্ষাতেই চরম দুর্নীতি হয়েছে। শনিবার পূর্ব বর্ধমানের কালানায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘গত ১০ বছরে দু’বার এসএসসি পরীক্ষা হয়েছে। শুধু এসএসসিই নয়, এ রাজ্যে সব চাকরির পরীক্ষাতেই চরম দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের মাধ্যমে এই দুর্নীতির তদন্ত হলে কেউ ধরা পড়বে না।’
সুকান্ত বলেন, ‘একমাত্র নিরপেক্ষ তদন্ত হলেই দুর্নীতির আসল তথ্য সামনে আসবে। তবেই গ্রেপ্তার হবে এই দুর্নীতে জড়িত মন্ত্রীরা। আর সেটা যাতে না হয় তার জন্য রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের দাবির বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।’ তবে রাজ্য সরকার বেশিদিন সত্য চাপা দিয়ে রাখতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেন রাজ্য সভাপতি।