নিউজ ব্যুরো: এসএসসির পর এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল। মঙ্গলবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay)। অভিযোগ, ২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা। কিন্তু ২০১৩-২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের বঞ্চিত করা হয়েছে।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এদিন আদালত জানিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন বেআইনি কাজ করেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে সুপারিশ করতে হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।