করণদিঘি: লক্ষাধিক টাকার কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক ব্যক্তি। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ বার্সেদ (২২)। বিহার রাজ্যের পুর্নিয়া জেলার বাইসি থানার মালহাটুলি সারহেরার বাসিন্দা সে। শনিবার করণদিঘি থানার ঝাড়বাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালানো হয়। সেইসময় একটি গাড়িটি পুর্নিয়া মোড় থেকে রায়গঞ্জের (Raiganj) দিকে যাচ্ছিল। সন্দেহবশত গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই নম্বর প্লেট বিহীন গাড়ি থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত হয়। ধৃতকে আগামীকাল সকালে স্বাস্থ্য পরীক্ষার পরেই রায়গঞ্জ বিশেষ আদালতে তোলা হবে।
বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম ৪, উত্তেজনা রায়গঞ্জে
রায়গঞ্জঃ বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন চার পথচারী। শুক্রবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি...
Read more