ডিজিটাল ডেস্কঃ ভুয়ো ভারতীয় ধরার জন্য অভিনব পন্থা গ্রহণ করলেন অভিবাসন আধিকারিকরা। প্রসঙ্গত জানা গিয়েছে, সম্প্রতি শারজা থেকে ভারতে ফিরছিলেন এক যুবক। জানা গিয়েছে, সেই যুবকের নাম আনোয়ার হোসেন। এই যুবক দীর্ঘদিন ধরেই জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতে বাস করছিলেন বলে জানা গিয়েছে। শারজা থেকে বিমানে তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে দেখে অভিবাসন দপ্তরের আধিকারিকদের রীতিমত সন্দেহ হয়, তাঁরা ওই যুবকের কাছে তাঁর যাবতীয় নথি দেখতে চান।
ওই যুবক যথারীতি তাঁর পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র দেখায় আধিকারিকদের। সেখানে অবশ্য সন্দেহজনক কিছু মেলে না। কিন্তু তাতেও অভিবাসন আধিকারিকদের সন্দেহ যাচ্ছিল না। শেষমেষ ওই যুবককে হাতেনাতে ধরতে অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাঁকে ভারতের
জাতীয় সংগীত (National Anthem) গাইতে বলেন। আর সেখানেই যাবতীয় সন্দেহের নিরসন হয়। কারণ ধৃত যুবক আনোয়ার হোসেন কোনভাবেই ভারতের জাতীয় সংগীত গাইতে পারেননি।
আর তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক জাল নথিপত্রসহ বাংলাদেশ থেকে ভারতে এসে এখানেই থাকছিলেন। কিন্তু কিভাবে নথিপত্র জাল করলেন তিনি, সে ব্যাপারটি খতিয়ে দেখছে পুলিশ। আর পাশাপাশি কোন উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এই যুবক সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।