রায়গঞ্জঃ স্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন স্বামী। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন স্ত্রীও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন বাগানপাড়া এলাকায়।এই ঘটনায় আশংকাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন দম্পতি। ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দম্পতির ওপর শাবল দিয়ে হামলা করে বলে অভিযোগ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, অভিযুক্তের নাম তারাপদ সূত্রধর(৫৪), বাড়ি রায়গঞ্জ(Rajganj) থানার সুভাষগঞ্জ সংলগ্ন বাগানপাড়া এলাকায়। অভিযোগ, সোমবার সন্ধ্যায় তারাপদ সূত্রধর ও তার জনাকয়েক সাঙ্গপাঙ্গ প্রতিবেশী রিয়া ভৌমিক নামে এক গৃহবধূকে কটুক্তি করেছিল। গৃহবধূ সেই সময় প্রতিবাদ না করে বিষয়টি জানায় তাঁর স্বামী দয়াল ভৌমিককে। এরপরই ক্ষিপ্ত হয়ে দয়াল বাবু প্রতিবাদ করতে গেলে সেই সময় তাঁর ওপর শাবল নিয়ে হামলা করে তারাপদ সূত্রধর। এই হামলায় গুরুতর জখম হন দয়াল বাবু। দয়াল বাবুকে বাঁচাতে ঘটনাস্থলে আসেন তাঁর স্ত্রী রিয়া ভৌমিক। রিয়ার ওপরেও হামলা চালায় বলে অভিযোগ। এমনকি অন্তঃসত্ত্বা রিয়াকে মাটিতে ফেলে পেটে লাথি মারে বলেও অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজে। আক্রান্তদের পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রায়গঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতেই গ্রেপ্তার করে মুল অভিযুক্ত তারাপদ সূত্রধরকে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।