নওগাঁও, ২৫ জুনঃ কয়েকদিন আগেই শিশুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল দুই যুবককে। এবার গণপ্রহারের শিকার হল এক তরুণ ও তার সঙ্গী তরুণী। টুবুকি গ্রামের বাসিন্দা ওই তরুণ পাশের ঝুমুরমুর গ্রামে ওই তরুণীর বাড়িতে দেখা করতে আসে। সেখানেই দুজনে কথা বলছিল। তা দেখতে পেয়ে গ্রামবাসীরা সেই বাড়ি ঘিরে ধরে। তাদের অভিযোগ, ওই তরুণ-তরুণী দুজনেই বিবাহিত এবং তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। তাদের বাড়ি থেকে বের করে মারধর করা হয়। তরুণটি পালানোর চেষ্টা করলে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তরুণীর মাথা মুড়িয়ে দেওয়া হয়। সারা রাত ধরেই অত্যাচার চলে যুগলের উপর। সকালে গ্রামবাসীরা নিজেরাই পুলিশকে খবর দেয়। রক্তাক্ত অবস্থায় যুগলকে উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।