শিলিগুড়ি: বিছানায় পড়ে স্বামীর দেহ! তার নীচেই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রীর দেহ! বুধবার সকালে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri)। মৃতরা হলেন দেবলীনা সরকার ও উজ্জ্বল সিনহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু মিত্র সরণিতে মায়ের বাড়িতে থাকতেন দেবলীনা। সঙ্গে তাঁর স্বামীও থাকতেন। এদিন সকালে অনেকটা সময় পেরিয়ে গেলেও কারও সাড়া না পেয়ে পরিবারের লোকেদের সন্দেহ হয়। বেলা ১১টা নাগাদ তাঁরা দরজা খুলে দেখেন স্বামী-স্ত্রীর দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।