নয়াদিল্লি, ৫ জুনঃ এয়ারসেল ম্যাক্সিস বেআইনি আর্থিক লেনদেন মামলায় ১০ জুলাই পর্যন্ত পি চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না। এই মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদনের ব্যাপারে বিস্তারিত জবাব পেশ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আরও সময় চায়। সিনিয়র অ্যাডভোকেট সোনিয়া মাথুর ও নীতেশ রানা ইডি-র তরফে জানিয়েছেন, বিস্তারিত জবাব পেশ করতে তাঁদের চার সপ্তাহ সময় প্রয়োজন। জানা গিয়েছে, এরপরই বিশেষ বিচারক ও পি সাইনি চিদম্বরমকে ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি দেন।