নয়াদিল্লি: ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫৭৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২০ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১২,১৭৯ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪২৭৮। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,১০,৬৩,৪৯১ জন। মৃত্যু হয়েছে ১,৫৬,৮২৫ জনের। সুস্থ হয়েছেন ১,০৭,৫০,৬৮০ জন। দেশে ইতিমধ্যে করোনা টিকা দেওয়া হয়েছে ১,৩৪,৭২,৬৪৩ জনের।
India reports 16,577 new #COVID19 cases, 12,179 discharges and 120 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,10,63,491
Total discharges: 1,07,50,680
Death toll: 1,56,825
Active cases: 1,55,986Total Vaccination: 1,34,72,643 pic.twitter.com/9gPKfgmlgz
— ANI (@ANI) February 26, 2021
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,২৯,৮২১। মৃত্যু হয়েছে ৫১,৯৯৩ জনের। সুস্থ হয়েছেন ২০,১২,৩৬৭ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৫,৪৬১। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৪৮,৬৮৬। মৃত্যু হয়েছে ৪১৫০ জনের। সুস্থ হয়েছেন ৯,৯২,৩৭২ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৫২,১৬৪। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪৯,৬৩৬। মৃত্যু হয়েছে ১২,৩১৬ জনের। সুস্থ হয়েছেন ৯,৩১,৭২৫ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,৫৯৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৪,৫০০। মৃত্যু হয়েছে ১০,২৬০ জনের। সুস্থ হয়েছেন ৫,৬০,৮৮৭ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,৩৫৩।