নয়াদিল্লি: এবার থেকে ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভারতে এলে সব যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মঙ্গলবার রাত ১২টার পর থেকেই দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এই নিয়ম কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ওমিক্রনের হদিস মেলা দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় কারও পজিটিভ ধরা পড়লে তাঁকে নিভৃতবাসে যেতে হবে। সেখানে নিয়ম অনুযায়ী চিকিৎসা চলবে। বিমান ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করালেও, ভারতে নামার পরও পরীক্ষা করা হবে। যে যাত্রীদের পরীক্ষার ফল নেগেটিভ হবে তাঁদেরও সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। আট দিনের মাথায় তাঁদের ফের করোনা পরীক্ষা করানো হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমানে যে দেশগুলিকে বিপজ্জনক তালিকায় রাখা হয়েছে তার মধ্যে রয়েছে ইংল্যান্ড সহ প্রায় গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং ও ইজরায়েল।