নয়াদিল্লি: দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৩২০। মৃত্যু হয়েছে ১৬১ জনের। সুস্থ হয়েছেন ১৬,৬৩৭ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫২২। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,১৩,৫৯,০৪৮ জন। মৃত্যু হয়েছে ১,৫৮,৬০৭ জনের। সুস্থ হয়েছেন ১,০৯,৮৯,৮৯৭ জন। অ্যাকটিভ কেস রয়েছে ২,১০,৫৪৪। দেশে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ২,৯৭,৩৮,৪০৯ জনকে।
India reports 25,320 new #COVID19 cases, 16,637 recoveries, and 161 deaths in the last 24 hours
Total cases: 1,13,59,048
Total recoveries: 1,09,89,897
Active cases: 2,10,544
Death toll: 1,58,607Total vaccination: 2,97,38,409 pic.twitter.com/CHtPlQaAXg
— ANI (@ANI) March 14, 2021
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৯৭,৭৯৩ জন। মৃত্যু হয়েছে ৫২,৮১১ জনের। সুস্থ হয়েছেন ২১,২৫,২১১ জন। অ্যাকটিভ কেস রয়েছে ১,১৯,৭৭১। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮৯,৪৭৮। মৃত্যু হয়েছে ৪,৩৮১ জনের। সুস্থ হয়েছেন ১০,৫৩,৮৫৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩১,২৩৮। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫৯,৩৩৮। মৃত্যু হয়েছে ১২,৩৮৭ জনের। সুস্থ হয়েছেন ৯,৩৮,৮৯০ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,০৬১। অন্ধ্র প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯১,৫৬৩। মৃত্যু হয়েছে ৭,১৮২ জনের। সুস্থ হয়েছেন ৮,৮৩,১১৩ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১,২৬৮।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৮,০৬৪। মৃত্যু হয়েছে ১০,২৮৮ জনের। সুস্থ হয়েছেন ৫,৬৪,৬৩৭ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,১৩৯।