নয়াদিল্লি: দেশে হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৪৬৬। মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫০,৩৫৬ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৬৪১। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,২৩,০৩,১৩১ জন। মৃত্যু হয়েছে ১,৬৩,৩৯৬ জনের। সুস্থ হয়েছেন ১,১৫,২৫,০৩৯ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৬,১৪,৬৯৬।
India reports 81,466 new #COVID19 cases, 50,356 discharges, and 469 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Total cases: 1,23,03,131
Total recoveries: 1,15,25,039
Active cases: 6,14,696
Death toll: 1,63,396Total vaccination: 6,87,89,138 pic.twitter.com/QkmQxfpsNB
— ANI (@ANI) April 2, 2021
দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৫৬,১৬৩ জন। মৃত্যু হয়েছে ৫৪,৮৯৮ জনের। সুস্থ হয়েছেন ২৪,৩৩,৩৬৮ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৩,৬৭,৮৯৭। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,২৭,৩৮২। মৃত্যু হয়েছে ৪,৬৩২ জনের। সুস্থ হয়েছেন ১০,৯৬,২৩৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,৫১১।
কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০১,২৩৮। মৃত্যু হয়েছে ১২,৫৮৫ জনের। সুস্থ হয়েছেন ৯,৫৭,৭৬৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩০,৮৮৪। অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০৩,২৬০। মৃত্যু হয়েছে ১২,৫৮৫ জনের। সুস্থ হয়েছেন ৯,৫৭,৭৬৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,১৪২।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৮,১৮৯। মৃত্যু হয়েছে ১০,৩৩১ জনের। সুস্থ হয়েছেন ৫,৭১,৩৪৫ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৫১৩।