নয়াদিল্লি: দেশে অনেকটাই কমল দৈনিক করোনা(corona) সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫,৪৭৬ জন। মৃত্যু হয়েছে ১৫৮ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৯,৭৫৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৪৩৬।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,২৯,৬২,৯৫৩। মৃত্যু হয়েছে ৫,১৫,০৩৬ জনের। সুস্থ হয়েছেন ৪,২৩,৮৮,৪৭৫। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৯,৪৪২।