নয়াদিল্লি: দেশে অনেকটাই কমল দৈনিক করোনা(corona) সংক্রমণ। কমেছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ১৮৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১০৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৫৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৪ হাজার ৪৮৮টি। তবে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
COVID19 | India logs 4,184 new cases, 104 deaths in the last 24 hours; Active cases stand at 44,488 pic.twitter.com/dnriOt0Qhs
— ANI (@ANI) March 10, 2022