নয়াদিল্লি: শনিবারের তুলনায় সামান্য কমল দৈনিক করোনা(corona) সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৮৭ জন। সুস্থ হয়েছেন ২,৮৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০৪।
India registers 2,487 new COVID19 in the last 24 hours; Active cases stand at 17,692 pic.twitter.com/7iDBdjcCv2
— ANI (@ANI) May 15, 2022
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩১,২১,৫৯৯। মৃত্যু হয়েছে ৫,২৪,২১৪। সুস্থ হয়েছেন ৪,২৫,৭৯,৬৯৩। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৭,৬৯২।
আরও পড়ুনঃ শরদ পাওয়ারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে এবার আইনের গেরোয় অভিনেত্রী