উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে কমল দৈনিক করোনা(Corona) সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,৭৩৪ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ হয়েছেন ১৭,৮৯৭। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ৪,১৯৭।
13,734 new COVID19 cases in India today; Active cases at 1,39,792 pic.twitter.com/NVRO566sqO
— ANI (@ANI) August 2, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় (Corona) আক্রান্ত হয়েছে ৪,৪০,৫০,০০৯। মৃত্যু হয়েছে ৫,২৬,৪৩০ জনের। সুস্থ হয়েছেন ৪,৩৩,৮৩,৭৮৭। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ১,৩৯,৭৯২।
আরও পড়ুন : দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু