উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে কমল দৈনিক করোনা (Corona) সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,৭৫১ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। সুস্থ হয়েছেন ১৬,৪১২। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ৩,৭০৩।
#COVID19 | India reports 12,751 fresh cases and 16,412 recoveries in the last 24 hours.
Active cases 1,31,807
Daily positivity rate 3.50% pic.twitter.com/apGESAkCVP— ANI (@ANI) August 9, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৪১,৭৪,৬৫০। মৃত্যু হয়েছে ৫,২৬,৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৪,৩৫,১৬,০৭১। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ১,৩১,৮০৭।