নয়াদিল্লি: দেশে কমল দৈনিক করোনা(corona) সংক্রমণ। তবে শনিবারের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১,৭৬১ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩,১৯৬ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৫৬২।
COVID19 | India logs 1,761 new cases & 127 deaths in the last 24 hours; Active caseload stands at 26,240
(Representative image) pic.twitter.com/wBPO32mDkk
— ANI (@ANI) March 20, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩০,০৭,৮৪১। মৃত্যু হয়েছে ৫,১৬,৪৭৯ জনের। সুস্থ হয়েছেন ৪,২৪,৬৫,১২২। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের(active case) সংখ্যা ২৬,২৪০।
আরও পড়ুন: এক বছরেরও বেশি সময় পর চিনে করোনায় মৃত ২