শিলিগুড়ি: সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় বাড়ছে মৃত্যু। বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনায় সংক্রামিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এদিনই দার্জিলিং জেলায় নতুন করে ৩৬৩ জন এবং শিলিগুড়ি পুরনিগম এলাকায় ২০০ জন সংক্রামিত হয়েছেন। এর মধ্যে পুরনিগমের জলপাইগুড়ি জেলার অধীনে থাকা সংযোজিত এলাকার ৩২ জন সংক্রামিত রয়েছেন।
এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা নির্মল ঘোষ(৬০) অপরজন ইসলামপুরের বাসিন্দা হাসিনা খাতুন(৪০)। এছাড়া মেডিকেল সংলগ্ন একটি নার্সিংহোমে বিমল গুহ(৮৭)নামে জলপাইগুড়ির ফাটাপুকুরের বাসিন্দা একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, ওমিক্রন স্ট্রেন ততটা ভয়াবহ নয় বলে মানুষ হেলাফেলা করছেন। করোনা বিধি মানছেন না। আর এর জেরেই সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ায় স্বাভাবিক নিয়মেই মৃত্যুও বাড়ছে।
আরও পড়ুন : বরফের চাদরে ঢাকল সান্দাকফু-ধোত্রে