উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গেও নিম্নমুখী দৈনিক মৃত্যুর গ্রাফ। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সাত জেলা মৃত্যু শূন্য। শুধুমাত্র দার্জিলিং জেলায় এক সংক্রামিতের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
রাজ্যের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, এদিনও শীর্ষ তালিকায় রয়েছে তিলোত্তমা কলকাতা। একদিনে এই জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৭২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা ও হুগলি। শেষ ২৪ ঘণ্টায় এই দুই জেলায় সংক্রামিত হয়েছেন ১৩১ এবং ৬০ জন।